সোসাল মিডিয়া মার্কেটিং কি? what is social med
সোজা ভাবে বললে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা Social Media Platform যেমন, Facebook, YouTube, Instagram, LinkedIn এবং আরো অন্যান্য প্লাটফর্ম গুলিতে সক্রিয় থাকা লোকেদের লক্ষ্য (target) করে, পণ্যের গুণমান সচেতনতা (product brand awareness) ছড়ানো হয় বা বিভিন্ন product, service এবং business এর প্রচার (marketing) করা হয়।
কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়? Why social media marketing?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করতে হয়? বা বর্তমানে লোকাল মার্কেটিং (local marketing) আর সোশ্যাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কতটুকু। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কি লাভ হবে হ্যাঁ বন্ধুরা লাভ অবশ্যই হবে, কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মানুষের দ্বারপ্রান্তে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যেন সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ কিছুই বোঝে না। তাইতো মানুষ সারাদিন পড়ে থাকে “Facebook“, “Twitter“, “Instagram“, “YouTube” এর মধ্যে। যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে রয়েছে আর আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার পণ্য বা আপনার সার্ভিস টাকে শেয়ার করেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমারদের কাছে পৌঁছে দেন তাহলে খুব দ্রুত কাস্টমাররা আপনার সার্ভিস সম্পর্কে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। এখন কথা হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য অবশ্যই রয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য এখানে দেখুন।
আজ অনেক ক্ষেত্রে, এই সোশ্যাল মিডিয়া গুলি, “অনলাইন মার্কেটিং” (online marketing) এর এক অনেক শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এবং, products, brands, services এগুলির প্রোমোশনের জন্য এদের ব্যবহার হচ্ছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোন গুলো?
সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন কিছু ওয়েবসাইট যেখানে মানুষ সামাজিক যোগাযোগ স্থাপন করে। এবং সেখানে সময় কাটায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বিনোদন করে ভিডিও দেখে এবং গেমস খেলে। জনপ্রিয় কয়েকটি সোশ্যাল মিডিয়া হলোঃ
- YouTube