Search Engine Optimization (SEO) Tutorial Bangla for Beginners 2021
What is SEO? এসইও (SEO) এর অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)। এটি একটি মাধ্যম যার দাড়া সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় কোনও ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে।
Web Design এবং Web Development কি?
Web Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি।
ওয়েব ডেভেলপমেন্ট – HTML, CSS, PHP, MYSQL, Javascript
ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য HTML , CSS জানা জরুরি। PHP অনেক সহজে শেখা যায়। PHP তে অনেক বেশি ফ্রীলান্সিং কাজ পাওয়া যায় freelancer.com, odesk.com এ। এই কোর্স এ বেসিক ডেভেলাপমেন্ট এর পাশাপাশি অনুশীলন ও করব। PHP এর সাথে এই কোর্স এ জাভাস্ক্রিপ্ট এবং MySQL এর কিছু বেসিক দেখানো হবে। কোর্স শেষে একটা পরিপূর্ণ ওয়েবসাইট ডেভেলপ করা হবে।
গ্রাফিক্স ডিজাইন কি? কোর্স, সফটওয়্যার ও শেখার উপায়
গ্রাফিক্স ডিজাইন কি? এই প্রশ্ন অনেক যুবক-যুবতীর মনেই রয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন একটি বহুল আলোচিত টপিক।