×
Web Development - HTML, CSS, PHP, MYSQL, Javascript

ওয়েব ডেভেলপমেন্ট – HTML, CSS, PHP, MYSQL, Javascript

ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য HTML , CSS জানা জরুরি। PHP অনেক সহজে শেখা যায়। PHP তে অনেক বেশি ফ্রীলান্সিং কাজ পাওয়া যায় freelancer.com, odesk.com এ। এই কোর্স এ বেসিক ডেভেলাপমেন্ট এর পাশাপাশি অনুশীলন ও করব। PHP এর সাথে এই কোর্স এ জাভাস্ক্রিপ্ট এবং MySQL এর কিছু বেসিক দেখানো হবে। কোর্স শেষে একটা পরিপূর্ণ ওয়েবসাইট ডেভেলপ করা হবে।